ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ি থানার জনপথ রাস্তার মোড়ে প্রাইভেটকারের ধাক্কায ফজল ফকির (৫০) নামে এক সিএনপি অটোরিকশা চলক নিহত হয়েছেন। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ফজল ফকিরের বাবার নাম বারেক ফকির। ঢাকা জেলার দোহার এলাকায় তাদের বাড়ি বলে জানা গেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে সিএনজি অটোরিকশায় যাত্রী নিয়ে যাত্রাবাড়ির জনপদ এলাকায় দিয়ে আসছিলে এসময় পেছন থেকে একটি প্রাইভেটকার সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ফজল ফকির গুরুতর আহত হন। পরে মাসুদ নামে সিএনজি অটোরিকশার যাত্রী তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক প্রাইভেটকার ও তার চালকে আটক করতে পারেনি বলে জানা গেছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।