ডেস্ক : টানা দু’সপ্তাহের সেনা অভিযানে বোকো হারামের কমপক্ষে ১১৭ সদস্য নিহত হয়েছে। এমন দাবি করেছে চাদের সরকার।
দেশটি জানায়, লেক চাদ এলাকায় জঙ্গি সংগঠনটির ঘাঁটি লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।
এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানায়, বোকো হারামের বিরুদ্ধে এই অভিযানে দুই সেনা সদস্যও নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
অভিযানে বোকো হারামের নৌকা ধ্বংস এবং অস্ত্র উদ্ধারের কথাও জানানো হয়। ৬ বছর ধরে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গি সংগঠনটি দমনে নাইজেরিয়া ও ক্যামেরুনের সাথে বেশ কয়েক হাজার সেনা মোতায়েন করেছে চাদ। আর এই কয়েক বছরে বোকো হারামের হাতে প্রাণ হারিয়েছে নাইজেরিয়া ও এর আশপাশের দেশের হাজার হাজার মানুষ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান