বান্দরবান : বান্দরবানে গত এক সপ্তাহ ধরে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় ঘটেছে। ফলে বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে।
কেন বিদ্যুৎ নেই তারও কোন সঠিক জবাব মিলছে না বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্তৃপক্ষের কাছে।
জানা যায়, বান্দরবান শহরে গত এক সপ্তাহ ধরে ভারীবর্ষণে জনজীবন অচল হয়ে পড়ে। তার মধ্যে পুরো সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই।
জেলা সদরের টি এন্ড টি এলাকার বাসিন্দা মাসুদ জানান, পুরো এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। অথচ জেলার বাইরে সব জায়গায় বিদুৎ আছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রক্ষিত মাছ ও মাংসসহ সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।
এছাড়া বিদ্যুৎ না থাকায় মোবাইলে চার্জ দেয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রায় মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে। এ কারণে কারো সাথে প্রয়োজনীয় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে বান্দরবান বিদ্যুৎ বিভাগের বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দোহাজারী থেকে বিদ্যুতের মেইন লাইন নষ্ট হয়ে যাওয়ায় বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান