পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সীতাকুন্ড পৌর সদরের ব্যবসায়ী বদি সওদাগর পতিতা সহ গ্রেপ্তার

এম ,ইব্রাহিম খলিল, সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুন্ড পৌর সদরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বদিঊল আলম(৫৫) বদি সওদাগর বুধবার দিবা গত রাত তিনটায় নিজের বাস ভবন বাপ্পী প্লাজা থেকে ইয়াছমিন আক্তার (২০) নামের পতিতা সহ গ্রেপ্তার হয়েছেন । পতিতাকে চট্টগ্রাম শহরের পাথর ঘাটা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল বলে জানা গেছে । সীতাকুন্ড মডেল থানা সুত্রে জানা যায় ২৯/৭/১৫ইং রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাপ্পী প্লাজায় এস আই মিজানের নেতৃত্বে এ এস আই কামাল সহ সংঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায় । বাপ্পী প্লাজা ও মুক্তা শাড়ী বিতানের মালিক আলহাজ্ব বদিউল আলম (বদি সওদাগর ) মধ্যম মহদেবপুর (বড় বাজার) এলাকায় তার ৪ তলা বাড়ির একটি রুম থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে মৃত নজির আহম্মদের পুত্র । পতিতা ইয়াছমিন আক্তার চট্টগ্রাম শহরের কোতয়ালী থানার পাথরঘাটার মৃত আ: মাহাবুব কন্যা বলে জানা যায়। অভিযানের নেতৃত্ব থাকা পুলিশ কর্মকর্তা জানান বদির সাথে মোবাইলে যোগাযোগের মাধ্যমে ইয়াছমিন আক্তার কে সীতাকুন্ড বাসায় এনে যৌন চাহিদা মিটায় । ৩০/৭/১৫ ইং বৃহস্পতিবার উভয় কে কোটে চালান দেওয়া হয়েছে ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

সীতাকুন্ড পৌর সদরের ব্যবসায়ী বদি সওদাগর পতিতা সহ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:৪৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫

এম ,ইব্রাহিম খলিল, সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুন্ড পৌর সদরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বদিঊল আলম(৫৫) বদি সওদাগর বুধবার দিবা গত রাত তিনটায় নিজের বাস ভবন বাপ্পী প্লাজা থেকে ইয়াছমিন আক্তার (২০) নামের পতিতা সহ গ্রেপ্তার হয়েছেন । পতিতাকে চট্টগ্রাম শহরের পাথর ঘাটা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল বলে জানা গেছে । সীতাকুন্ড মডেল থানা সুত্রে জানা যায় ২৯/৭/১৫ইং রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাপ্পী প্লাজায় এস আই মিজানের নেতৃত্বে এ এস আই কামাল সহ সংঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায় । বাপ্পী প্লাজা ও মুক্তা শাড়ী বিতানের মালিক আলহাজ্ব বদিউল আলম (বদি সওদাগর ) মধ্যম মহদেবপুর (বড় বাজার) এলাকায় তার ৪ তলা বাড়ির একটি রুম থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে মৃত নজির আহম্মদের পুত্র । পতিতা ইয়াছমিন আক্তার চট্টগ্রাম শহরের কোতয়ালী থানার পাথরঘাটার মৃত আ: মাহাবুব কন্যা বলে জানা যায়। অভিযানের নেতৃত্ব থাকা পুলিশ কর্মকর্তা জানান বদির সাথে মোবাইলে যোগাযোগের মাধ্যমে ইয়াছমিন আক্তার কে সীতাকুন্ড বাসায় এনে যৌন চাহিদা মিটায় । ৩০/৭/১৫ ইং বৃহস্পতিবার উভয় কে কোটে চালান দেওয়া হয়েছে ।