ডেস্ক : আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুর পর নতুন নেতা হিসেবে আখতার মোহাম্মদ মনসুরকে নির্বাচন করেছে।
নেতা নির্বাচনের জন্য অনুষ্ঠিত শুরা বৈঠকে উপস্থিত থেকে বৃহস্পতিবার তালেবানের দুই শীর্ষ নেতা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গত বুধবার তালেবানের শীর্ষ নেতা মোল্লা ওমর মারা যাওয়ার খবর প্রকাশের একদিন পর এ তথ্য প্রকাশ হলো।
বুধবার আফগান গোয়েন্দা সংস্থার সূত্রগুলো মোল্লা ওমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে।
২০১৩ সালের এপ্রিল মাসে করাচির এক হাসপাতালে মোল্লা ওমরের মৃত্যু হয় বলে জানায় আফগান কর্তৃপক্ষ।
এর আগেও বেশ কয়েকবার মোল্লা ওমরের মত্যুর সংবাদ প্রচারিত হলেও বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছিলো তালেবান।
গতকালও তালেবানরা দাবি করে, মোল্লা ওমরের মারা যাওয়ার খবর তালেবানদের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা।
তবে বৃহস্পতিবার এই নতুন নেতা নির্বাচনের খবরে আফগান সরকারের দাবিরই সত্যতা প্রমাণিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালেবানদের দুই শীর্ষ নেতা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, নতুন নেতা নির্বাচনের বিষয়ে বুধবার রাতে শুরা সদস্যদের বৈঠক হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার নিকটবর্তী অজ্ঞাত স্থানে অনুষ্ঠিত এ বৈঠকে মোল্লা মনসুরকে তালেবানের নতুন আমির নির্বাচন করা হয়। আখতার এক সময় তালেবানের উপ প্রধান ছিলেন।
ওই দুই নেতা আরো জানান, ‘এ ব্যাপারে শিগগিরই শুরার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে।’
সূত্র: রয়টার্স