বাংলার খবর২৪.কম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের ঘটনায় জড়িত সাতজনকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা সকলেই বিভিন্ন বিভাগের দ্বিতীয় র্বষরে ছাত্র। বহিষ্কৃতরা হলেন- ইংরেজি বিভাগের আশিক ও মামুন, দর্শন বিভাগের শাহীন, উর্দু বিভাগের শাকিল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের লিটন মাহমুদ, লোক প্রশাসন বিভাগের মেহেদী এবং জাফর (বিভাগ জানা যায়নি)।
এম আমজাদ আলী জানান, ওই ছাত্রদের অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। সকলেই সমান অপরাধী না। অপরাধের মাত্রা অনুসারে কারও ছাত্রত্ব বাতিল করা হবে, কাউকে তিন বছর, কাউকে দুই বছরের জন্য বহিষ্কার করা হবে।
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তারা কোনো ধরনের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের কোনো হলেও অবস্থান করতে পারবে না বলে জানান তিনি।
সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত অভিযুক্তদের পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানিয়েছেন আমজাদ আলী।
প্রসঙ্গত, ঢাবি’র অপরাধ বিজ্ঞান বিভাগের প্রথম র্বষরে ছাত্র আল-আমিনকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টিএসসির সড়ক দ্বীপে কয়েকজন ছাত্র মিলে বেধড়ক পেটায়। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।