বরগুনা: স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী মিনারা বেগমকে (৩২) হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী খাদিজা (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বরগুনা শহরতলীর খাজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দেলোয়ার পলাতক।
নিহতের বাবা আ. মান্নান বলেন, দেলোয়ারের দ্বিতীয় স্ত্রী মিনারা। তার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর সঙ্গে দেলোয়ার পরকীয়া করে আসছিলেন। এতে বাধা দেওয়ায় মিনারার ওপর শারীরিক নির্যাতন চালান তিনি। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকালে নির্যাতনের পর মিনারার গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে দেলোয়ার।
বরগুনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুন্নাহার জানান, খবর পেয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরকীয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মিনারার বাবা আ. মান্নান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান