ঢাকা: মাগুরার ‘বুলেটকন্যা’র অস্ত্রোপচার সফলভাবে শেষ হলেও এখনো শঙ্কা কাটেনি তার। দুনিয়ায় আসার আগেই মায়ের জরায়ুতে গুলিবিদ্ধ শিশুটিকে হাসপাতালের চিকিৎসকগণ তার নাম রেখেছেন ‘বুলেটকন্যা’। শিশুটি দ্রুত সুস্থ হওয়ার জন্য মায়ের দুধের বিকল্প কোন কিছুই পাচ্ছিলেন না ঢামেক হাসপাতালের চিকিৎসকগণ।
অবশেষে সন্তান জন্মের ৭দিন পর বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ‘বুলেটকন্যা’র মুখ দেখলেন তার মা নাজমা বেগম এবং আজ থেকেই তিনি তার গর্ভের শিশুকে বুকের দুধ খাওয়াবেন।
এর আগে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন একজন গর্ভধারীনি মায়ের বুকের খাওয়ানোর কথা ছিল। কিন্তু তিনি প্রথমে চিকিৎসকদের কাছে রাজী হলেও পরে তিনি বুলেটকন্যাকে বুকের দুধ খাওয়াতে রাজী হননি। ফলে মাগুরা প্রশাসনের সহযোগিতায় গুলিবিদ্ধ শিশুর মাকে ঢাকায় আনা হয়।
প্রশাসনের খরচে মাগুরা সদর হাসপাতালের একটি সরকারি এ্যাম্বুলেন্স যোগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কন্যার বাবা বাচ্চু ভুইয়াসহ ডিএমসিতে পৌছান তিনি।
এ সময় নাজমা বেগম বলেন, জন্মের পর আমি মাত্র একবারই সন্তানের মুখ দেখতে পেরেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের তিনি শান্তি চান।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমজাদ আলী জানান, গাইনী বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে নাজমা বেগমকে ভর্তি করা হয়েছে।
মাগুরা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদের নির্বাচন নিয়ে শিশুটির চাচা যুবলীগ নেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুল ভূঁইয়ার সঙ্গে অপর প্রার্থী আজিবর আলীর বিরোধ হয়। তার জের ধরেই ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় কামরুলের বাড়িতে হামলা চালান আজিবরের লোকজন। এ সময় কামরুলে ভাবী অন্তঃসত্ত্বা নাজমা আক্তার (৩৫) গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় শিশুটি। অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢামেক হাসপাতালে পাঠান হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান