ঢাকা: পৃথিবীতে সাধারণত যেসব প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এর মধ্যে অতিবৃষ্টি, অনাবৃৃষ্টি, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিকম্প। এসব প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এগুলোর নিয়ন্ত্রক হলেন আল্লাহ। যদিও পরিবেশ বা জলবায়ু সংক্রান্ত কারণেও মাঝে মধ্যে এসব প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে।
বাংলাদেশে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়। কিন্তু এখন প্রকৃতির নিয়মের মধ্যেও অনেক পরিবর্তন দেখা যায়।
ভরা বর্ষায় সাধারণত ঝড়-বৃষ্টি হয়। কিন্তু দেশের কিছু এলাকায় এই ভরাবর্ষায় খরা আর প্রচণ্ড তাপদাহের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না।
দেশের দক্ষিণাঞ্চল তথা উপকূলীয় এলাকা যখন অতিবৃষ্টির কারণে বন্যার পানিতে ভাসছে। লাখ লাখ মানুষ যখন ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের হাত থেকে জীবন রক্ষা করতে আশ্রয়ের খুঁজে এদিক-সেদিক ছোটাছুটি করছে। ঠিক সেই সময় দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড তাপদাহ আর ভ্যাপসা গরমে পুড়ছে কয়েকটি জেলার মানুষ।
দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় জনদুর্ভোগ যখন চরমে, তখন বৃষ্টির জন্য মসজিদ, মন্দির ও গির্জায় প্রার্থনা করছে উত্তরবঙ্গের কৃষকরা। এই ভরা বর্ষায়ও কোনো বৃষ্টি নেই নীলফামারীতে। প্রচণ্ড তাপদাহে এ অঞ্চলের কৃষি জমির রোপিত আমন ক্ষেত শুকিয়ে চৌচির হয়ে গেছে। পানির অভাবে পাট পচাতেও পারছে না কৃষকরা।
দক্ষিণাঞ্চলে যেমন ভানবাসী মানুষের বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ দেখা দিয়েছে ঠিক তেমনি উত্তরাঞ্চলের মানুষের প্রচ- তাপদাহে ভাইরাস জ্বর, ডায়রিয়া, সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। গরমে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ভোগান্তি চরমে উঠেছে। ঘরে ঘরে কোনো না কোনো সদস্য এসব রোগে আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন এলাকা হতে গরমের কারণে শিশুদের ত্বকে গুটি গুটি দানা ও হামের মতো লক্ষণ দেখা দেওয়ার খবরও পাওয়া গেছে। দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের চিত্রটা এখন সম্পূর্ণ বিপরীতমুখী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান