নারায়ণগঞ্জ: চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় দায়ের করা মামলা থেকে অব্যাহতি পাওয়া আওয়ামী লীগের দুই নেতা পাল্টা মামলা দায়েরের আবেদন করেছেন।
থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সেক্রেটারি হাজী ইয়াছিন মিয়া ও সেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক রাজুর দায়ের করা পৃথক তিনটি মামলার আবেদন করেছে। আর ওই মামলাগুলোতে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের ভাই আবদুস সালাম, শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
সাত খুনের পর থেকে বিবাদীদের হুমকিতে পলাতক থাকার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৮ জুলাই নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথকভাবে মামলা ৩টির আবেদন করা হয়। তবে বৃহস্পতিবার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মহসিন মিয়া বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। আদালত ওই ৩টি মামলার আবেদন গ্রহণ করে আগামি ৩০আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
হাজী ইয়াছিন মিয়ার একটি মামলায় বিবাদী করা হয়েছে নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলামকে। আর অন্যরা হলেন নজরুলের ভাই আবদুস সালাম, সাইদুল, মামুন, রফিকুল ইসলাম মিন্টু ও রনি। মামলার আবেদনে হাজী ইয়াছিন মিয়া অভিযোগ করেন, ২০১৪ সালের ২৭এপ্রিল নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর বিবাদীরা গিয়ে ইয়াছিনের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। অন্যথায় সাত খুনের মামলায় আসামি করার হুমকি দেয়া হয়। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় ২৮ এপ্রিল ফতুল্লা মডেল থানায় মামলা করে ইয়াসিনকে দ্বিতীয় আসামি করা হয়। পরে বিবাদীরা ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মৌচাকে মেসার্স সামস ফিলিং স্টেশনে হামলা করে ২০ লাখ টাকা লুটসহ ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি করে।
হাজী ইয়াছিন মিয়ার দায়ের করা অপর মামলার আসামিরা হলেন, আবদুস সালাম, রফিকুল ইসলাম মিন্টু, মামুন, সাইদুল, রনি, কবির হোসেন, বাবুল মিয়া, মোহাম্মদ আলী ও জহিরুল ইসলাম। ওই মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ১মে আসামিরা ইয়াসিনের বাড়িতে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরসহ ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
আর তৃতীয় মামলার বাদী সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের নেতা আমিনুল হক রাজু। এ মামলার বিবাদীরা হলেন, শহীদুল ইসলাম, আবদুস সালাম, রফিকুল ইসলাম মিন্টু, মামুন, সাইদুল, রনি, কবির হোসেন, বাবুল মিয়া, মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম, মনির হোসেনসহ ২০-২৫ জন। মামলায় অভিযোগ করা হয়, বিবাদীরা মিলে ২০১৪ সালের ১মে রাজুর বাড়িতে হামলা করে সাড়ে ৩লাখ টাকার সম্পদ লুটপাট করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ সরফত জানান, আদালত থেকে কোনো মামলার কাগজ আসেনি। আসলে তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান