বাংলার খবর২৪.কম,ডেস্ক : মরণব্যাধী ইবোলা ভাইরাসে আক্রান্ত বানরদের উপর একটি পরীক্ষামূলক প্রতিষেধক ব্যবহার করে সুফল পাওয়া গেছে। পরীক্ষাগারে এ সফলতার পর ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকায় রোগীদের সুস্থতায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন গবেষকরা।
কানাডার উইনিপেগে পাবলিক হেলথ অ্যাজেন্সি অব কানাডায় (পিএইচএসি) এ গবেষণা চালানো হয়।
শুক্রবার জার্নাল নেচারে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।
গবেষণাগারে ১৮টি বানরের উপর এ পরীক্ষা চালানো হয়। প্রথমে এদের শরীরে ইবোলা ভাইরাস প্রবেশ করানো হয়। চার থেকে পাঁচ দিন পর ওই বানরদের প্রায় সবার শরীরে লক্ষণ প্রকাশের পর ‘জেডম্যাপ’ নামক ওই প্রতিষেধকটি প্রবেশ করানো হয়।
পরবর্তীতে ভালো ফল পেয়েছেন তারা। তিন দিনের মধ্যেই ছয়টি বানর পুরোপুরি সুস্থ হয়ে গেছে।
ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার অনেক দিন পর পরীক্ষামূলকভাবে এ প্রতিষেধক ব্যবহার করা হলো। এবং প্রথমবারের মতো কোনো বানরের উপর ‘জেডম্যাপ’ ব্যবহার করা হয়েছে।
গবেষক গ্যারি কোবিনগার জানান, গবেষণার ফলাফলে আমরা খুব খুশি। সত্যি করে বলছি, এতোটা সফলতা পাবো চিন্তাও করিনি।