ডেমরা প্রতিনিধিঃ ডেমরায় পৃথক অভিযানে ১১৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো- কুমিল্লার মেঘনা থানার রামপ্রসাদের চর গ্রামের মো. নুরুদ্দিন মিয়ার ছেলে মো. মঙ্গল মিয়া (৪০) ও ডেমরার কামারগোপ এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. রাজু (৩০)। পুলিশ সুত্রে জানা যায়, উক্ত মাদক ব্যবসায়ী মঙ্গলকে বৃহস্পতিবার ভোর ৪ টায় কোনাপাড়া আলামিন রোড থেকে ইয়াবা বিক্রির সময় ১১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে। এদিকে রাজুকে বুধবার দিবাগত রাত দেড়টায় পুলিশ ডেমরা থানা সংলগ্ন এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় ৫ পিস ইয়াবাসহ আটক করে। বৃহস্পতিবার দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতে প্রেরন করলে আদালত বিকালে তার বিরুদ্ধে ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান