ঢাকা: ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে কমিশনে আবেদন প্রার্থীদের নম্বরপত্র ২ আগস্ট থেকে দেয়া হবে। এ কার্যক্রম চলবে ১০ আগস্ট পর্যন্ত।
সংশ্লিষ্ট দফতর থেকে আজ গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
সরকারী ওই বার্তায় জানানো হয়, প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় থেকে হাতে হাতে নম্বরপত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট প্রার্থীদেরকে নির্ধারিত সময় উপস্থিত থেকে নম্বরপত্র সংগ্রহের জন্য কমিশন অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, নম্বরপত্র সংগ্রহের সময় প্রার্থীদেরকে অবশ্যই সংশ্লিষ্ট বিসিএসের লিখিত পরীক্ষার ছবিসংবলিত প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।