ঢাকা : মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর করা আপিলের রায় বুধবার ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
তবে এই রায়কে কেন্দ্র করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের বক্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সালাউদ্দিন কাদেরের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
আপিলে সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি জানিয়ে মঞ্চ বলছে, যেসব অভিযোগ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়নি; সেগুলিতেও মি. চৌধুরীকে ফাঁসি দিতে হবে।
বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম নামে একটি সংগঠনও এই দাবি করেছে।
তবে সালাউদ্দিন কাদেরের আইনজীবী খন্দকার মাহবুব বলছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এসব সংগঠন যুদ্ধাপরাধের বিচার কাজকে প্রভাবিত করছে। বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করার জন্যই পুলিশের প্রহরায় তারা এ আন্দোলন করছে। আমরা মনে করি, এটি সরাসরি বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ। এ বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তবে আইনজীবী নেতা খন্দকার মাহবুবের এই অভিযোগ নাকচ করে
দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি দীর্ঘদিন ধরেই চলে আসছে। জাহানারা ইমামসহ বিভিন্ন সংগঠন এ দাবি করে আসছে। এই বিচারের দাবি আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি না।
এ আন্দোলনের কারণে আদালতের ওপর কোনো চাপ সৃষ্টি হবে না বলে মন্তব্য করে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশেও এ ধরনের ইস্যুতে আন্দোলন হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রেও কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন হয়েছিল।
মাহবুবে আলম বলেন, তারা যুক্তিনির্ভর আন্দোলন করে আসছে; বরং সালাউদ্দিন কাদেরের আইনজীবী বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে রায়ের খসড়া ফাঁস করেছিল। রায়ের খসড়া ফাঁসে জড়িত আইনজীবীদের বিচার চলছে।
অপরদিকে এই রায় ঘোষণার আগে সালাউদ্দিন কাদেরের পরিবারের সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে যে গুঞ্জন উঠেছে তা নাকচ করে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, রায়কে প্রশ্নবিদ্ধ করতেই কাদেরের পরিবারের সদস্যরা নানা অপকৌশল অবলম্বন করছে।
রায় নিয়ে আদালতের উপর কোনো চাপ নেই। রাষ্ট্রপক্ষ আশা করছে, আপিলের রায়েও চৌধুরীর ফাঁসি বহাল থাকবে।
তবে আসামিপক্ষের আশা, মি.চৌধুরী খালাস পাবেন। চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অপরাধ সংঘটনের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী দেশে ছিলেন না। আদালতে এ সংক্রান্ত নথিপত্র আমরা উপস্থাপন করেছি। আদালত এ বিষয়টি বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে মি. চৌধুরীকে বেকসুর খালাস দেবেন বলে আমরা আশা করি।