ডেস্ক : মিসরের রাজধানী কায়রোর উত্তরে কোয়ালিওবিয়ার পূর্বকোণে একটি ফার্নিচার কারখানায় ব্যাপক আকারে আগুন ছড়িয়ে পড়লে অন্তত ১৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় এক সাংবাদিক জানান, এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন। রাজধানীর আল হেলম ফার্নিচার ফ্যাক্টরিতে আগুনের এ ঘটনা ঘটে।
নিরাপত্তাবাহিনী ও স্বাস্থ্য কর্মকর্তাদের সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা এক প্রতিবেদনে জানায়, আহতদেরকে পাঁচটি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল হেলম ফ্যাক্টরিটির তিনতলা বিশিষ্ট।
নিরাপত্তাবাহিনী জানায়, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
রয়টার্স জানায়, এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা মিসরে সাধারণ। এ সবের মধ্য দিয়ে শ্রমিক নিরাপত্তা যে কতটা ঠুনকো দেশটিতে, তা-ই প্রতীয়মান হচ্ছে।
সূত্র: আইবি টাইমস
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান