ডেস্ক : ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালে ধারাবাহিক বিস্ফোরণের দায়ে দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের ফাঁসির সাজা মওকুফের আবেদন নিয়ে দ্বিমত দেখা দিয়েছে বিচারপতিদের মধ্যে।
আজ (মঙ্গলবার) এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি এ আর দাভে এবং বিচারপতি কুরিয়ান জোসেফের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। ফলে এই মামলার শুনানি এখন শীর্ষ আদালতের বৃহত্তর বেঞ্চে অনুষ্ঠিত হবে।
আজ বিচারপতি এ আর দাভে ইয়াকুব মেমনের ফাঁসির সাজা মওকুফের দাবি খারিজ করে দিতে চান। অন্যদিকে, বিচারপতি কুরিয়ান জোসেফ ফাঁসির সাজায় স্থগিতাদেশ দিতে চান। এ নিয়ে মত পার্থক্যের জেরে বিষয়টি তারা প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর কাছে পাঠিয়ে দিয়েছেন। তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামীকাল বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই ফাঁসি হওয়ার কথা ইয়াকুব মেমনের। তার আগে সুপ্রিম কোর্টে নতুন করে সাজা মওকুফের আবেদন করেছেন ইয়াকুব মেমন। আগেই সুপ্রিমকোর্টে কিউরেটিভ পিটিশন খারিজ হয়ে গেলেও নতুন করে ফাঁসি স্থগিত করার জন্য আবেদন জানিয়েছেন ইয়াকুব মেমন। তার দাবি, এরইমধ্যে ২০ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছে সে। একজন অপরাধীর যাবজ্জীবন কারাবাসের থেকেও বেশি সময় ধরে জেলে থাকার পর তাকে কি করে আবারো ফাঁসি দেয়া হচ্ছে এই প্রশ্ন তুলেছেন মেমনের আইনজীবী। তাছাড়া ১৯৯৬ সাল থেকে মেমন স্ক্রিতজোফ্রেনিয়ায় ভুগছে। এসব যুক্তি দেখিয়ে ফাঁসির সাজা মওকুফের জন্য প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে মেমনের পক্ষ থেকে।
এরইমধ্যে প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের কাছে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা ইয়াকুব মেমনের ফাঁসির সাজা মওকুফের জন্য আবেদন করেছেন। সব মিলিয়ে নির্ধারিত ৩০ জুলাই তার ফাঁসি কার্যকর হবে কি না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান