
একজন নিশাদ: একটি মোবাইল ফোন কোম্পানি এবারের ঈদে বেশ ঘটা করে পথশিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে যা প্রশংসার দাবীদার বটে, কিছু খটকা না থাকলে হয়ত এই উদ্যোগটা স্বাগত জানাতে সাধারন জনগনের কিছুটা সুবিধা হত। যে কোম্পানি তাদের এ মহান উদ্যোগ বাস্তবায়নে হাজার হাজার পথশিশুদের ঈদের জামা প্রদান করবেন তারা সেসব জামায় কোম্পানীর লোগো সহ জামা প্রদান করার সিদ্বান্ত নিয়েছেন, ব্যপারটা অনেকটা পথশিশুদের চিহ্নসূচক জামা পরিধানের মাধ্যমে অন্যান্য শিশুদের কাছ থেকে আলাদা করে ফেলবে। জামা দেখলেই বোঝা যাবে এরা পথশিশু। যেখানে ঈদের নামাজে হাজার হাজার গরিব ধনী একসাথে এককাতারে নামাজ পড়ে সেখানে পথশিশুদের যদি আলাদা করা হয় তবে তা শোভন হবে কি? যাহোক চিন্তাধারা একটু মোচড় দিলেই অন্যকিছু বোঝা যায়, নিজেদের কোম্পানির প্রচার কি এই একটা ব্যপারে না করলেই হতনা, তাদের কাছে আনন্দ হাসি ব্রান্ডিং করাটা কি খুব জরুরী?