নীলফামারী : নীলফামারীতে চোরাই মালামাল সহ পৌর ছাত্রলীগের সভাপতি ও জাসদ ছাত্রলীগের উপজেলা সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলার জলঢাকা উপজেলার মাথাভাঙ্গা এলাকার আজাহারুল ইসলাম রাজার দুই পুত্র জলঢাকা পৌর ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সাহেদ (২৫) ও তার বড় ভাই জাসদ ছাত্রলীগের জলঢাকা উপজেলার সভাপতি সাজ্জাদ হোসেন সোহাগ (২৭), জেলার সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া মহল্লার মৃত. আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম (২৭), নীলফামারী শহরের প্রগতি পাড়ার মৃত. আশরাফ আলীর ছেলে মাসুদ রানা (২৭), সদরের সংগলশী ইউনিয়নের বড় সংগলশী কাচাঁরী বাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে আতিকুল ইসলাম (২৮) ও একই এলাকার আফসার উদ্দিনের ছেলে ফজলুল হক (৩৫) ও জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মোশরেফুল হাবিব (২৬)। এরা সবাই ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতা কর্মী বলে এলাকাবাসী জানায়। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নীলফামারী ও রংপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির। সৈয়দপুর থানা পুলিশ জানায়, তাদের নীলফামারী সদর, জলঢাকা, সৈয়দপুর এবং রংপুর শহরের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সৈয়দপুর উপজেলা শহরের বিভিন্ন বাসা থেকে চুরি যাওয়া চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। এ ব্যাপারে নীলফামারীর সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, অভিযানে তাদের কাছ থেকে চোরাই দুটি ল্যাপটপ সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান