বাংলার খবর২৪.কম,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের ২ ভাইসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন: রিফাদ (১০), ফাহিদ (৯), নূপুর (৯) ও লতিফুর (১০)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার জগন্নাথপুর বাহাদুর পাড়া ও কালিতলা গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে স্থানীয়রা ওই ৫ শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতদের সকলে সিংঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে রিফাদ ও ফাহিদ সহোদর ভাই। দুজন এলাকার এনায়েত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জগন্নাথপুর বাহাদুরপাড়া এলাকার ৪ শিশু দুপুরের পর স্কুল থেকে বাসায় ফেরার পথে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করার সময় ডুবে যায়। পরে ওই পুকুরে আরো কয়েকজন শিশু গোসল করতে গেলে ওই শিশুদের লাশ দেখতে পায়। স্থানীয় লোকজন শিশুদের উদ্ধার করে। জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর লিটন জানান, ঘটনাটি সত্যি মর্মান্তিক। মনের আনন্দে পুকুরে গোসল করতে গিয়ে ৪ শিশুর সলিল সমাধি ঘটেছে। নিহত শিশুদের লাশ উদ্ধার করা হয়েছে।সাতার না জানার কারনে শিশুরা পানিতে ডুবে মারা গেছে বলে মন্তব্য করেন চেয়ারম্যান লিটন।
ঠাকুরগাঁও থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যুর কথা স্বীকার করেছেন।
এদিকে ঠাকুরগাও রোড এলাকার কালিতলা গ্রামে পানিতে ডুবে আরেকটি শিশু মারা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান