ঢাকা : সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক এডভোকেট সালমা ইসলামের সঙ্গে জরুরি বিভাগের চিকিৎসকের মধ্যে তর্ক হয়।
আজ বেলা ৩টার দিকে তিনি ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে দলের আহত নেতাদের দেখতে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
জানা গেছে, তার নির্বাচনী এলাকা নবাবগঞ্জের জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি শাহাদাত হোসেন ও দলীয় কর্মী বন্যা ইসলাম জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আহত হয়ে আজ বেলা সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি হন। দলের আহত এসব নেতাদের দেখতে সালমা ইসলাম বেলা ৩টার দিকে ঢামেক হাসপাতালে যান। সেখানে চিকিৎসকদের খালি চেয়ারে বসাকে কেন্দ্র করে জরুরি বিভাগের ডাক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এসময় দায়িত্বরত চিকিৎসক ও এমপি সালমা ইসলাম তর্কে জড়িয়ে পড়েন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান