পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘পঞ্চদশ সংশোধনী মেনে নিয়েছেন কী না স্পষ্ট করুন’

ঢাকা : তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী মেনে নেয়ার বিষয়টি পরিষ্কার করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত-এমপি।

তিনি আজ সোমবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় এ আহবান জানান।

সম্প্রতি বেগম খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতাদের সাথে সাক্ষাৎকালে নাম যাই হোক- নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য স্পষ্ট নয়। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী মেনে নিয়েছেন কিনা তা স্পষ্ট করতে হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসার সাথে সাথে বিশ্বের বিভিন্ন সংসদীয় পদ্ধতির দেশে যেভাবে নির্বাচন হয়, এদেশেও তা অনুষ্ঠানের বিষয়টি মেনে নিয়েছেন কী না -তাও দেশবাসীকে জানাতে হবে।

তিনি বলেন, এ জন্য বিএনপিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী মেনে নিতে হবে এবং তারা সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে যে ভুল করেছেন তা স্বীকার করতে হবে।

তিনি বলেন, বিশ্বে গণতান্ত্রিক ধারা ছাড়া বর্তমানে যেমন কোন ধারা নেই তেমনি নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোন পথ নেই।

বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

‘পঞ্চদশ সংশোধনী মেনে নিয়েছেন কী না স্পষ্ট করুন’

আপডেট টাইম : ০৬:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫

ঢাকা : তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী মেনে নেয়ার বিষয়টি পরিষ্কার করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত-এমপি।

তিনি আজ সোমবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় এ আহবান জানান।

সম্প্রতি বেগম খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতাদের সাথে সাক্ষাৎকালে নাম যাই হোক- নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য স্পষ্ট নয়। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী মেনে নিয়েছেন কিনা তা স্পষ্ট করতে হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসার সাথে সাথে বিশ্বের বিভিন্ন সংসদীয় পদ্ধতির দেশে যেভাবে নির্বাচন হয়, এদেশেও তা অনুষ্ঠানের বিষয়টি মেনে নিয়েছেন কী না -তাও দেশবাসীকে জানাতে হবে।

তিনি বলেন, এ জন্য বিএনপিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী মেনে নিতে হবে এবং তারা সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে যে ভুল করেছেন তা স্বীকার করতে হবে।

তিনি বলেন, বিশ্বে গণতান্ত্রিক ধারা ছাড়া বর্তমানে যেমন কোন ধারা নেই তেমনি নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোন পথ নেই।

বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।