বরগুনা : অবৈধভাবে ভারতীয় ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাথরঘাটা উপজেলার মৎস্যজীবীরা।
আজ সোমবার বিকেল ৩টার দিকে পাথরঘাটা গোল চত্বরে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আর আগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন জেলেরা।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও জেলা মৎস্যজীবী ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মন্নান মাঝি প্রমুখ।
মৎস্যজীবীরা দাবি করেন, ভারতীয় ট্রলার শুধু বংলাদেশের জলসীমায় মাছই ধরছে না, তারা বাংলাদেশিদের ট্রলার ঢুবিয়ে দিচ্ছে সুযোগ বুঝে জাল ও মাছ লুট করে নিয়ে যাচ্ছে।
কিন্তু স্থানীয় কোস্টগার্ডকে এ বিষয়ে অবহিত করলেও তারা কোন পদক্ষেপ নিচ্ছেনা।
আর সেকারণে শুধু কোস্টগার্ড নয়, সমুদ্র পাহাড়ায় সাগরের পশ্চিম এলাকায় ‘ফেয়ারওয়ে বয়া’ নামক স্থানে নৌ-বাহিনীর ভাসমান ঘাঁটি স্থাপনের দাবি করেন জেলেরা।
সমাবেশের আগে ট্রলার মালিক, জেলে শ্রমিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাথরঘাটা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান