সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সদর উপজেলার আলোকদিয়া এলাকায় উমি খাতুন (২০) নামের এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। নিহত উর্মির বাবার নাম আক্তার হোসেন। সিরাজগঞ্জ চন্দ্রকনা গ্রামে তাদের বাড়ি। সোমবার বিকেল পাঁচটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী জানান, এক বছর আগে সদর উপজেলার আলোকদিয়া উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিনের সাথে উর্মি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিহাব শশুড়ের কাছে যৌতুকের দাবি করে আসছিল। যৌতুকের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বিরাজ করছিলো। এরই জের ধরে সোমবার দুপুরে স্বামী ও পরিবারের লোকজন মিলে উর্মিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের মধ্যে ফেলে সবাই পালিয়ে যায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এসময় ঘাতক শিহাবের বাবা সাইফুল ইসলামকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত উর্মির বাবা আকতার হোসেন জানান, যৌতুকের দাবিতে তার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার এবং আকতারের পিতা সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা আকতার হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অন্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান চালানো হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান