বাংলার খবর২৪.কম,ঝিনাইদহ: জেলার মহেশপুর উপজেলার জলুলি সীমান্তের কোদলা নদীতে শহীদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের লাশ ভাসতে দেখা গেছে। শুক্রবার সকালে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঘটনাস্থল থেকে মহেশপুর থানার এসআই বিকাশ কুমার জানান, গত ২৭ আগস্ট ভারত সীমান্তবর্তী জলুলী গ্রামের গরু ব্যবসায়ী শহিদুল ইসলাম সীমান্ত এলাকা থেকে নিখোঁজ হয়। শুক্রবার সকাল ১০টার দিকে জলুলীর পাশ্ববর্তী মাটিলা গ্রামবাসী ইছামতীর শাখা কোদলা নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে। পরে নিহত যুবকের পরিবার তাকে সনাক্ত করে পুলিশে খবর দেয়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন ও ক্ষত রয়েছে। শহীদুলকে নির্যাতনের পর বিএসএফ হত্যা করেছে বলে নিহতের পরিবারের অভিযোগ করছে। দু’দেশের সীমান্তবর্তী নদী হওয়ায় এখন পর্যন্ত বাংলাদেশি যুবকের এ লাশ উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।
মহেশপুরের জলুলী বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ জানিয়েছেন, বাংলাদেশি এ যুবকের লাশ উপরে উঠানোর চেষ্টা চলছে।