অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি

টি-টোয়েন্টির ঝানু সওদাগর শাহরুখ

ডেস্ক : টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগের ঝানু সওদাগর হয়ে গেছেন শাহরুখ। আইপিএলের শুরুর দিকে ক্লাসের শেষ বেঞ্চের ছেলেটার মতো ফেলটুস মার্কা রেজাল্ট করতে থাকে কলকাতা নাইট রাইডার্স।

রেজাল্ট লেখে এমনো কথা রটল, মাঠের খেলায় নয়, শাহরুখ খান দল কিনেছেন মাঠের বাইরে থেকে টাকা কামিয়ে নেয়ার জন্য।

নিন্দুকদেরও দোষ কী? বাকি দলগুলো যেখানে গুচ্ছের টাকা ঢালছিল, সেখানে উল্টো কেকেআর প্রথম আসরেই লাভের মুখ দেখে ফেলল!

কিন্তু শাহরুখ ঝানু ব্যবসায়ী। বুঝে গেলেন, মাঠের খেলায় ঝলক না থাকলে শুধু বাইরের গ্ল্যামার বিকিয়ে বেশি দিন চলবে না। নতুন করে দল ঢেলে সাজালেন। ফলও মিলল হাতেনাতে। ২০১২ আইপিএলে চ্যাম্পিয়ন হলো কলকাতার। তখন থেকে আইপিএলের অন্যতম সেরা দল কেকেআর। ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখের দল।

শাহরুখের বণিক-জাহাজ সোনার ডিম পাড়া হাঁসের খোঁজে কলম্বাসের পথ ধরে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজেও। মজার ব্যাপার হলো, আইপিএলে সাফল্য পেতে পাঁচটি আসর লেগেছিল শাহরুখ খানের। কিন্তু ক্যারিবীয় ক্রিকেট লিগে (সিপিএল) সাফল্য পেলেন পয়লা দানেই। এবারই কেনা শাহরুখের দল ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো রেড স্টিল চ্যাম্পিয়ন হয়েছে সিপিএলের।

গতকাল কুইন্স পার্কের ফাইনালে রেড স্টিল ২০ রানে হারিয়েছে বারবাডোজকে। শাহরুখকে পেয়ে বরাত খুলেছে টিঅ্যান্ডটির। এটাই সিপিএলের তাদের প্রথম শিরোপা।

টি-টোয়েন্টির সওদাগর শাহরুখ অন্যান্য দেশের লিগগুলোতেও বিনিয়োগ করবেন বলে শোনা যাচ্ছে। ‘দেবদাস’ বাবু ওপার বাংলার মন জিতেছেন। কে জানে, হয়তো বিপিএলেও দেখা যেতে পারে তাঁকে!

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

টি-টোয়েন্টির ঝানু সওদাগর শাহরুখ

আপডেট টাইম : ০৫:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫

ডেস্ক : টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগের ঝানু সওদাগর হয়ে গেছেন শাহরুখ। আইপিএলের শুরুর দিকে ক্লাসের শেষ বেঞ্চের ছেলেটার মতো ফেলটুস মার্কা রেজাল্ট করতে থাকে কলকাতা নাইট রাইডার্স।

রেজাল্ট লেখে এমনো কথা রটল, মাঠের খেলায় নয়, শাহরুখ খান দল কিনেছেন মাঠের বাইরে থেকে টাকা কামিয়ে নেয়ার জন্য।

নিন্দুকদেরও দোষ কী? বাকি দলগুলো যেখানে গুচ্ছের টাকা ঢালছিল, সেখানে উল্টো কেকেআর প্রথম আসরেই লাভের মুখ দেখে ফেলল!

কিন্তু শাহরুখ ঝানু ব্যবসায়ী। বুঝে গেলেন, মাঠের খেলায় ঝলক না থাকলে শুধু বাইরের গ্ল্যামার বিকিয়ে বেশি দিন চলবে না। নতুন করে দল ঢেলে সাজালেন। ফলও মিলল হাতেনাতে। ২০১২ আইপিএলে চ্যাম্পিয়ন হলো কলকাতার। তখন থেকে আইপিএলের অন্যতম সেরা দল কেকেআর। ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখের দল।

শাহরুখের বণিক-জাহাজ সোনার ডিম পাড়া হাঁসের খোঁজে কলম্বাসের পথ ধরে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজেও। মজার ব্যাপার হলো, আইপিএলে সাফল্য পেতে পাঁচটি আসর লেগেছিল শাহরুখ খানের। কিন্তু ক্যারিবীয় ক্রিকেট লিগে (সিপিএল) সাফল্য পেলেন পয়লা দানেই। এবারই কেনা শাহরুখের দল ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো রেড স্টিল চ্যাম্পিয়ন হয়েছে সিপিএলের।

গতকাল কুইন্স পার্কের ফাইনালে রেড স্টিল ২০ রানে হারিয়েছে বারবাডোজকে। শাহরুখকে পেয়ে বরাত খুলেছে টিঅ্যান্ডটির। এটাই সিপিএলের তাদের প্রথম শিরোপা।

টি-টোয়েন্টির সওদাগর শাহরুখ অন্যান্য দেশের লিগগুলোতেও বিনিয়োগ করবেন বলে শোনা যাচ্ছে। ‘দেবদাস’ বাবু ওপার বাংলার মন জিতেছেন। কে জানে, হয়তো বিপিএলেও দেখা যেতে পারে তাঁকে!