নীলফামারী : সরকারের দারিদ্র বিমোচন ও উন্নয়ন প্রকল্পের টাকায় শখের ফুল বাগান গড়ে তুলেছেন নীলফামারীর এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যায় করা হয়েছে বলে জানা গেছে।
আর এই বাগান করতে এলাকার জীবিত কাঠাল গাছ, সীসাসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়েছে। আবার অনেক গাছের ডালপালা কেটে ফেলায় সেগুলি এখন মৃত্যুর প্রহর গুনছে। নীলফামারী জেলার ডোমার উপজেলা পরিষদ ও আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান একজন অত্যন্ত ফুল প্রেমিক মানুষ। তার এ ফুল প্রেমের কারণে ডোমার উপজেলা পরিষদের আবাসিক এলাকায় সরকারের কাবিখা, টিআর, উপজেলা পরিষদ, এডিবি, নন-ওয়েজসহ বিভিন্ন প্রকল্পের টাকায় গড়ে তুলেন দেশী বিদেশী শখের ফুল বাগান।
তার সরকারী কোয়ার্টারের সামনে ১০লক্ষাধিক টাকা ব্যায়ে ৪০ শতাংশ জমিতে একটি ফুলের বাগান করার কাজ শুরু করেন। রংপুর থেকে অভিজ্ঞ নার্সারী বাগানের মালিকদের মালি হিসাবে নেওয়া হয়েছে। তারা দীর্ঘ দিন ধরে ওই ফুল বাগানের পরিচর্যা করেন। তাদের একেক জনের মাসিক বেতন আকাশ ছোয়া। ফুল প্রেমিক কর্মকর্তা গাছের ফাঁকে ফাঁকে ফুল বাগান তৈরীর করছেন। এ নিয়ে সরকারী সম্পদ রক্ষানাবেক্ষনে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমানের সাথে সাথে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।
এ ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান গাছ কাটার ব্যাপারে তিনি কিছুই জানেন না উল্লেখ করে সাংবাদিকদের জানান, দারিদ্র বিমোচন নয় অন্যান্য ফান্ড থেকে টাকা ব্যাবহার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান