কক্সবাজার : কক্সবাজার শহরের সার্কিট হাউজ কবরস্থান পাড়ায় পাহাড় ধসে মা-মেয়ে নিহত হয়েছে। ঘটনাস্থলথেকে একজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৩ জন। নিহতরা হচ্ছে খাইরুল আমিনের স্ত্রী জুনু বেগম (২৮) ও শিশু কন্যা নীহা মনি (৭)।
বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের বিপুল পরিমান লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সোমবার রাত ২টার দিকে কক্সবাজার শহরের সার্কিট হাউজ এলাকার কবরস্থান পাড়ায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
পাহাড় ধ্বস থেকে বেঁচে আসতে পারা শাহ আলম বলেন, রাত ২ টার দিকে হঠাৎ করে বিকট শব্দে পাহাড় ধসে পড়ে। কোনো রকমে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে বের হয়ে আসেন তিনি। কিন্তু এখনো পরিবারের তিনজনের খোঁজ পাচ্ছেন না। পাহাড় ধসে চারটি ঘর মাটি চাপা পড়ে। তার মধ্যে শাহ আলম ও খাইরুল আমিনের দুটি ঘর এবং দুটি ভাড়া ঘর রয়েছে।
পাহাড় ধসের খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করে। এরপরই উদ্ধার কাজে যোগ দেয় সেনা বাহিনীর কয়েকটি দল। সেনা বাহিনী, ফাঁয়ার সার্ভিসের উদ্ধার দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নুরুন নবী (২০) কে জীবিত উদ্ধার করে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মজিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে চারটি ঘর মাটি চাপা পড়েছে। এ পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজারের ১৬ ইসিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুর রহমান খান জানান, বৃষ্টির মধ্যেও উদ্ধার কাজ চালিয়ে যেতে হচ্ছে। এ পর্যন্ত একটি শিশু ও মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে।
বর্তমানে সেনাবাহিনীর একাধিক টিম, ফাঁয়ার সার্ভিস ও পুলিশসহ জেলা প্রশাসনের লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান