ডেস্ক : বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার চূড়ান্ত রায়ের আগে বিচারপতির সঙ্গে তার পরিবারের সদস্যদের বৈঠক নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরীর করা আপিলের রায়ের জন্য ২৯ জুলাই দিন নির্ধারিত রয়েছে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সাকা চৌধুরীর পরিবারের কোনো সদস্য প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেননি। এসব অভিযোগ এনে বিচারকদের প্রশ্নবিদ্ধ করতে এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘১৬ জুলাই একটি জাতীয় দৈনিকের উপ-সম্পাদকীয়তে বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অতি উৎসাহী কিছু লোকজন সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিচারকদের প্রশ্নবিদ্ধ করতে এসব গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করেন তিনি।’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ সর্বোচ্চ আদালতেও বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের রায় প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে পারে। এটা আমার অনুমান। যেহেতু এবার আপিলের রায় ঐকমত্যের ভিত্তিতে হয়েছে, সেহেতু একজন বিচারক রায় লিখবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান