বাংলার খবর২৪.কম,ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারসহ ৫৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্টেট খাইরুল আমিনের আদালতে এ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
চার্জশিটে উল্লেখ্যযোগ্যরা হলেন- বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মণির ছেলে আবিদ, গাজী সালাম মাহমুদ, জাহিদুল ইসলাম, সজল উদ্দিন শিপন, সাজ্জাদুল ইসলাম শিফাত, চৌধুরী মোহাম্মদ নাসির উদ্দিন, জাহিদুল হাসান সৌরভ হেলাল উদ্দিন, কাউন্সিলর আব্দুল্লাহহিল মাহমুদ শিবলু, আনোয়ার, জাহিদ ভূঁইয়া, ইকবাল, আলাউদ্দিন, বেলাল, জাহিদ চৌধুরী,আবু বক্কর, রায়হান,স্যুটার রাসেল,কায়সার পাপন,আলমগীর ও রুটি সোহেল।
চলতি বছরের ২০ মে মঙ্গলবার সকাল ১১টায় ফেনী শহরের জনাকীর্ণ একাডেমি সড়কে একরামুল হক একরামকে গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।