ঢাকা : উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকটি মামলায় ছয় মাস কারাবাসের পর এক সপ্তাহ আগে জামিনে ছাড়া পান তিনি।
রোববার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।
বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীম, হাসান জাফির তুহিন, ফরহাদ হোসেন আজাদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান ভারপ্রাপ্ত মহাসচিবকে বিদায় জানান।
এর আগে সকালে ফখরুল বলেন, “আমি ভীষণ অসুস্থ। চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছি।”
সিঙ্গাপুরে ‘কানেকশন’ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ মারিস চু’র কাছে যাবেন বলে জানান তিনি।
এর আগেও এই চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানান ৬৭ বছর বয়সী সাবেক এই প্রতিমন্ত্রী।
গত ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পরদিন জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার পথে গ্রেপ্তার হন ফখরুল। তাকে নাশকতার কয়েকটি মামলায় আসামি করা হয়।
বন্দি অবস্থায় ঘাড়ের ‘ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে’ ব্লক সৃষ্টি হওয়ায় কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১৪ জুলাই মির্জা ফখরুলকে জামিন দেয় বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এর আগে তাকে সিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখান থেকে মুক্তি পান তিনি।
বন্দি অবস্থায় বিএসএমএমইউতে তিনি অধ্যাপক মাহমুদুর রহমানের অধীনে চিকিৎসা নিয়েছিলেন। তিনিও দ্রুত বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান বিএনপি নেতা।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, “আমার ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক। এটা খুবই জটিল একটা রোগ। আমাদের দেশে খুব কম লোকের এই রোগ হয়ে থাকে। এজন্যই আমার সিঙ্গাপুরে যাওয়া।”
এই রোগের কারণে কী সমস্যা হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, “হঠাৎ মাথা ঘোরে। এই এখন বসে আছি, হঠাৎ মাথা ঘুরানো শুরু হবে। রক্তচাপও উঠা-নামা করে।”
গত বছর কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় প্রথম এই রোগটি ধরা পড়ে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ক্যারোটিভ আর্টারির ব্লক অপসারণে অস্ত্রোপচার করতে হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “কী হবে, আমি কিছুই জানি না। আমার মূল চিকিৎসককে দেখানোর জন্য যাচ্ছি। যদি ডাক্তাররা বলেন, তোমাকে সার্জারি করতেই হবে, তো কোনো উপায় নেই।”
ফখরুলের এক মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। অস্ত্রোপচারের প্রয়োজন হলে সেখানেও যেতে পারেন তিনি। আবার অনেকে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচারের পরামর্শও দিয়েছেন বলে জানান তিনি।
“অনেকে আমাকে বলেছে আমেরিকায় যেতে। ক্লিভল্যান্ডে একটি বিশেষায়িত ভালো হাসপাতাল আছে, যেখানে এই রোগের চিকিৎসা ও সার্জারি হয়। সেটাও আমার চিন্তার মধ্যে আছে।”
সব বিষয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই সিদ্ধান্ত নেবেন বলে জানান ফখরুল।
এই সমস্যার পাশাপাশি হৃদযন্ত্রে জটিলতার পাশাপাশি আরও কয়েকটি রোগও রয়েছে এই রাজনীতিকের। বন্দি থাকা অবস্থায় ১২ কেজি ওজন হারিয়েছেন বলেও জানান তিনি।
গত ১৪ জুলাই মুক্তি পাওয়ার পর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ফখরুল। এর দুদিন পর উত্তরার ভাড়া বাসায় ওঠেন তিনি।
সেখানে প্রতিদিনই দলীয় নেতারা অসুস্থ ভারপ্রাপ্ত মহাসচিবের খোঁজ-খবর নিতে যাচ্ছিলেন। অসুস্থতা নিয়ে তাদের দেখাও দেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান