জাকার্তা: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে রোববার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬। তবে এতে সুনামির আশঙ্কা নেই।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ২টা ৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৭০৫) পূর্ব জাভা প্রদেশ থেকে ৯৩ কিলোমিটার দক্ষিণে ক্রাজান তাম্বাকরেজো গ্রামে ৫৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভ’তাত্ত্বিক সংস্থার কর্মকর্তা মোশাম্মদ রিয়াদি জানান, এই ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাগরে থাকলেও এতে সুনামির আশঙ্কা নেই। আশপাশের শহরগুলো থেকে এটা অনেক দূরে সংঘটিত হয়েছে।’
এএফপির এক প্রতিনিধি জানান, পূর্ব জাভার বানিয়ুওয়াঙ্গি নগরীতে ভ’মিকম্পের কারণে ৫ সেকেন্ডব্যাপী কম্পন অনুভ’ত হয়েছে।