, কক্সবাজার : রামুতে বন্যার পানিতে ভেসে গেলো ১৩ দিন বয়সের এক নবজাতক। রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড়জামছড়িতে এই ঘটনা ঘটেছে।
ভেসে যাওয়া নবজাতক ওই এলাকার আজিজুল হক বান্ডুর সন্তান।
স্থানীয় সূত্র জানায়, বন্যার পানিতে বসতবাড়ি ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রের যাচ্ছিল আজিজুল বান্ডুর পরিবার। বন্যার পানি অতিক্রম করে চলার পথে স্রোতের ধাক্কা খেয়ে স্ত্রীর হাত থেকে শিশুটি পানিতে পড়ে যায়। মুহূর্তেই স্রোতের টানে ভেসে যায় ওই নবজাতক। অনেক চেষ্টা করেও তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আজিজুল হকের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রসঙ্গত, বন্যার পানিতে কচ্ছপিয়ার ইউনিয়নের অন্তত ৩০ গ্রাম তলিয়ে গেছে। এতে আশ্রয়হীন হয়েছে অন্তত ১০ হাজার মানুষ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান