ঢাকা : বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্ট ড্র হলেও আইসিসির সবশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বাংলাদেশের লিটন দাস ও জুবায়ের হোসেনের।
রোববার আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন লিটন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের ৮০ নম্বরে আছেন তিনি। আর লেগস্পিনার জুবায়ের ৭ ধাপ এগিয়ে এখন আছেন বোলারদের র্যাঙ্কিংয়ের ৫২তম স্থানে।
উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক করেন।
জুবায়ের দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৫৩ রানে ৩ উইকেট নেন।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং তামিম ইকবালের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫৭ রান করা তামিম এক ধাপ এগিয়ে এখন আছেন ২৬তম স্থানে।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ মুমিনুল হকের ৩ ধাপ অবনতি হয়েছে। এখন তিনি আছেন ২৭তম স্থানে। এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম সেই আগের ৪৯তম স্থানেই আছেন। আর ৩ ধাপ এগিয়ে মুশফিকের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের সেরা দশে কোনো পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ শীর্ষ স্থান ধরে রেখেছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলা এবি ডি ভিলিয়ার্স দ্বিতীয় স্থানেই আছেন। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা যথারীতি আছেন তৃতীয় স্থানেই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান