
বাংলার খবর২৪.কম,গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুরের হাতিয়াব এলাকায় এক নিরাপত্তা কর্মীকে জবাই করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুল হক (৬০) নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দিঘিরগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে ইউনিভার্সেল এক্সোসরিস কারখানার নিরাপত্তা কর্মী সাইদুল জুম্মার নামাজের প্রস্তুতি নিয়ে কারখানার বাইরে গেলে দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে এবং গলা কেটে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। জুমার নামাজের পর স্থানীয় এক গরুর রাখাল কারখানার বাইরে ওই নিরাপত্তাকর্মীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। পুলিশ বেলা ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
জয়দেবপুর থানার ওসি তদন্ত আলম চাঁদ জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।