বেইলী ব্রিজের প্যানেল ভেঙ্গে চাঁদপুর-লক্ষীপুর মহাসড়ক বন্ধ শীর্ষ নিউজ, চাঁদপুর : চাঁদপুর-লক্ষীপুর মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ফকিরবাজার ও লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার বেইলী ব্রিজের প্যানেল ভেঙ্গে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার বিকেল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রী সাধারনকে বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
জানা যায়, বেইলী ব্রিজের দক্ষিণ অংশ লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ঘনিয়া গ্রাম আর ব্রিজের উত্তর অংশ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজার এলাকা। এ কারনে ব্রিজটি দুই জেলার মধ্যে একটি মহাসড়কের মাধ্যমে সেতু বন্ধন সৃষ্টি করেছে।
ব্রিজটি ভেঙ্গে পড়ার কারনে বৃহত্তর লক্ষীপুর-নোয়াখালীর সঙ্গে চাঁদপুরসহ তৎসংলগ্ন জেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে ঢাকা থেকে গৌরীপুর, কচুয়া, হাজীগঞ্জ, রামগঞ্জ হয়ে নোয়াখালী লক্ষীপুর সড়কে যাতায়াতকারী যাত্রীরা রাতের বেলা মহাদুর্ভোগে পড়বেন বলে জানা যায়।
সড়ক বিভাগের ব্রিজের এই অংশটি চাঁদপুর সড়ক বিভাগের নিয়ন্ত্রাধীন। এ সংবাদ লেখা পর্যন্ত চাঁদপুর সড়ক বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে কাজ করার জন্য ঘটনাস্থলে পৌঁছেনি বলে জানান স্থানীয় তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি।
স্থানীয়দের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি নড়বড়ে হয়ে আছে। সড়ক বিভাগ দায়িত্ববান হলে আজ জনগণের দুর্ভোগ হতো না।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব আলম জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে চাঁদপুর সড়ক বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলি। রাতের মধ্যে কাজ শেষ করা হবে ও যান চলাচল স্বাভাবিক হবে তারা আমাকে জানিয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য ব্রিজের অংশে পুলিশ রাখা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, বিকেলেই আমরা ঘটনাস্থলে গিয়ে চাঁদপুর সড়ক বিভাগের লোকদের সঙ্গে কথা বলেছি। রাতের মধ্যে সমস্যার সমাধান হবে।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন জানান, অতিরিক্ত মালবাহী ট্রাক পারপার হওয়ার সময় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। আমরা রাতেই ব্রিজটির মেরামত কাজ শেষ করবো। দুর্ঘটনার আশঙ্কার কারণে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।