চট্টগ্রাম: মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিনের বৃষ্টির কারণে নগরীর নিম্নাঞ্চলে কোমর পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। পানি ঢুকে পড়েছে অফিস ও বাসা-বাড়িতেও। বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভ্যান গাড়ি ও হেঁটে গন্তব্যের উদ্দেশ্য রওনা দিচ্ছে মানুষ।
শুক্রবার দুপুর ১২টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারি ফারজানা সুলতানা।
এরমধ্যে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১৩ দশমিক শূন্য ৮ মিলিমিটার। শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩৮ দশমিক শূন্য ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে টানা বর্ষণে নগরীর প্লাবিত এলাকার মধ্যে নগরীর বহদ্দারহাট, চান্দগাঁও আবাসিক এলাকা, হালিশহর, আগ্রাবাদ, ছোটপুল, বড়পুল, সিডিএ, হালিশহর, পাহাড়তলী, মোগলটুলি, পাঁচলাইশ, মুরাদপুর, ষোলশহর, চকবাজার, কাপাসগোলা, চাক্তাই, বাকলিয়া, বৌ বাজার, মিয়াখান নগর, রাজাখালী এলাকা পানিতে তলিয়ে যায়।
বহদ্দারহাট এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘সড়কে কোমর সমান পানি উঠেছে। ভ্যান গাড়ি নিয়ে মানুষ বাস্তায় চলাচল করছে।’
এছাড়া জলাবদ্ধতার কারণে নগরীর সড়কে যানবাহন কম। রিকশা ও অটো রিকশায় আদায় করা হচ্ছে দু-তিন গুণ বেশি ভাড়া।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রামের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে বলে জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারি ফারজানা সুলতানা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান