ঢাকা: রেলমন্ত্রী মুজিবুল হকের অবস্থা বৃহস্পতিবার আবারো অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেলমন্ত্রী মজিবুল হকের লিভারে কয়েকটি ক্ষত ধরা পড়েছে। গত ১৭ জুলাই শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য রেলমন্ত্রীকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে তিনি ভর্তি ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে আলসারে ভুগছিলেন। মন্ত্রীর সাথে সিঙ্গাপুর আছেন তাঁর স্ত্রী হনুফা আক্তার রিতা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও মন্ত্রীর একান্ত সচিব।
রেলমন্ত্রী মজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিতা দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ৬৮ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। গত বছর তিনি কুমিল্লার চান্দিনায় বিয়ে করেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান