
ফারুক আহম্মেদ সুজন: মগবাজারের ট্রিপল মার্ডারের ঘটনায় কালা বাবুকে প্রধান আসামি করে ১৫ নামের মামলা দায়ের হয়েছে।
শুক্রবার রাত সোয়া ১১টায় রমনা থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে বলে রমনা থানার ওসি মশিউর রহমান নিশ্চিত করেছেন।
নিহত বৃষ্টির ভাই শামীম এলাইচ কালা চাঁন মামলার বাদী হয়েছেন।
মশিউর রহমান জনান, তিন হত্যাকান্ডের ঘটনায় নিহত বৃষ্টির ছোট ভাই কালা চাঁন বাদী হয়ে মামলাটি দায়ের করেন (মামলা নম্বর ৫৪, ২৯/০৭/২০১৪)।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় সোনালীবাগের পাশাপাশি দুটি বাড়িতে ৩ জনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহতরা হলো, রানু আক্তার বৃষ্টি, বিল্লাল হোসেন ও মুন্না। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কালা চাঁনের ছোট ভাই হৃদয়।