ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আগামী দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, স্থলবন্দর সংলগ্ন একটি সেতুর সংস্কার কাজের জন্য শনি ও রোববার বন্দরের ‘বাণিজ্যিক কার্যক্রম’ বন্ধ রাখা হবে। তবে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিকভাবেই চলবে।
তবে আগামী সোমবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, স্থলবন্দর সংলগ্ন জাজী নদীর বেইলি সেতুটি সংস্কারের জন্য এই দুই দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ত্রিপুরার বাজারে সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী, চিটাগুড়, শুঁটকি, কাচ, কৃষি সরঞ্জাম, পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়।
২০১৩-১৪ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ২২৬ কোটি টাকার বেশ