ডেস্ক : লেবানন শহীদ রফিক হারিরি বিমান বন্দর থেকে মালামাল চুরির দায়ে বাংলাদেশি তিন পুরুষ শ্রমিক ও তাদের দুই নারী সহযোগীকে গ্রেফতার করেছে লেবানন পুলিশ।
সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের ঘর তল্লাশি করে প্রায় ত্রিশটি মোবাইল ও বিপুল পরিমাণে স্বর্ণালংকার এবং হাত ঘড়ি উদ্ধার করে। যা তাদের ক্রয় ক্ষমতার বাইরে।
লেবানন আইন শৃঙ্খলাবাহিনী মারফত জানা যায়, বেশ কিছু দিন যাবৎ অনেক যাত্রী বিভিন্ন সময় অভিযোগ করে আসছিল। তাদের কারো মাবাইল নেই, কারো স্বর্ণের গহনা নেই। বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে অভিযোগ আমলে না নিলেও দিনে দিনে বিমানবন্দরের ভাব মূর্তি ক্ষুণœ হবার সম্ভবনা দেখা দেয়। শুধু লেবানিজ স্থায়ীরা নয়, বিভিন্ন দেশ থেকে বেড়াতে আসা অনেকেই বিমানবন্দর কর্তৃপক্ষ বরাবর এমন অভিযোগ এর আগেও করেছেন।
এর পর থেকেই সতর্কভাবে পাহাড়া দিতে থাকে বিমান বন্দর গোয়েন্দা পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হেলাল উদ্দীন (বি.বাড়িয়া), হালিম মিয়া (নোয়াখালী), বারেক মিয়াজী (চাঁদপুর) তিনজনকে সনাক্ত করে বিমান বন্দর পুলিশ। ঐ দিন তাদের ডিউটি না থাকায় বিমান বন্দর পুলিশ আল-মিরাইজী থানার মাধ্যমে তাদের হাইছিল্লুমের বাসা থেকে মালামালসহ হাতে নাতে ধরে।
তারা তিন জনই লেবানন বিমানবন্দরের ভিতরে যাত্রীদের মালামাল উঠা নামার কাজ করে আর সুযোগ পেলেই যাত্রীদের ব্যাগ খুলে চুরি করত দামি মোবাইল আর স্বর্ণ গহনা এবং ঘড়ি।
এদের মধ্যে বাংলাদেশি দুই মহিলা শ্রমিক ইয়াসমিন (গাজীপুর) হেলাল মিয়ার দুই নারী সহযোগী ফাতেমার ডাকনাম শিউলী (গাজীপুর) এবং মিয়াজী। হালিম মিয়ার সহযোগী নারী পালাতক রয়েছে বলে জানা গেছে। তারা তিন জনই তাদের সহযোগী বান্ধবীদের নিয়ে আলাদা বাসায় বাস করত এবং চুরির মাল তিন মিলে ভাগ করে নিত। তারা পাঁচজন ধরা পরার পর তাদের সাথে আরো কয়েক জন পার্টনার আছে বলে পুলিশের কাছে শিকারোক্তি দেয়। এ ঘটনায় বাকিরা পালাতক, তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
বিমানবন্দরে কামাল গেলায়ীনি এন্ড সন্স কোম্পানীর অধীনে প্রায় ১৫০ জন বাংলাদেশি শ্রমিক মালামাল উঠা নামার কাজ করে। নাম পরিচয় গোপন রাখার শর্তে এক শ্রমিক জানান, তার এক আত্মীয় বিমানবন্দরে কাজ করে। সে ওদের সাথে একি গ্রুপে ডিউটি করত। আগেই বুঝতে পেরেছিল যে এমন কিছু হবে। তাই আগে থেকেই তিনি এই গ্রুপের সাথে ডিউটি না করে অন্য গ্রুপে কাজ করছে।
বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতি, লেবানন আওয়ামী লীগ, লেবানন বিএনপিসহ সকল সামাজিক, অরাজনৈতি সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, সবাই এক রকম নয়, ভাল মন্দ সবখানেই আছে। বাংলাদেশি শ্রমিকদের লেবাননের বেশ সুনাম আছে। তাই সকলকে অনুরোধ করছি। এরকম নেক্কার জনক কাজ থেকে সবাই যেন বিরত থাকি। এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি, যা দেখে অন্যরাও শিক্ষা নিতে পারে।