সিলেট : সিলেটে নির্যাতনে নিহত শিশু সামিউল আলম রাজনের(১৩) খুনিদের রক্ষার চেষ্টার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে তাদের প্রতিবেদন জমা দেন।
তিন সদস্যের ওই কমিটি জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্ব্যবহার ও খুনিদের রক্ষার অভিযোগ তদন্ত করে তাদের প্রতিবেদন জমা দেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য ছিলেন- অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা ও উপ-কমিশনার মুশফিকুর রহমান।
সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ রাতে বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৪ জুলাই মহানগর পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তিন দিনের মধ্যে তদন্ত সম্পন্ন না হওয়ায় কমিটি তদন্তের মেয়াদ আরো পাঁচ দিন বর্ধিত করা হয়।