ডেস্ক : বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে খেলা চলার সময় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম জানান, দুপুরের লাঞ্চ বিরতির আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের লক্ষ্য করে দর্শকদের সারি থেকে এসব মন্তব্য করা হয়।
দক্ষিণ আফ্রিকা এসময় ফিল্ডিং করছিল।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা এ নিয়ে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে অভিযোগ করেন।
এর পর বিষয়টি কর্মকর্তাদের জানানো হলে পুলিশ একজন দর্শককে এই অভিযোগে গ্রেফতার করে।
সূত্র : বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান