ডেস্ক : মিসরের নীলনদে ফেরির সঙ্গে মালবাহী জাহাজের সংঘর্ষে ফেরিডুবিতে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে হাসপাতাল ও নিরাপত্তা সূত্র জানিয়েছে।
দুর্ঘটনার সময় ফেরিটিতে অন্তত ২৫ জন ছিল। ফেরির পাঁচ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ সাতজনের খোঁজে অভিযান চলছে বলে সূত্র জানিয়েছে।
নীলনদে পুরোনো ও ঝুঁকিপূর্ণ নৌযান চলাচল করায় মিসরের অন্য উপকূলের চেয়ে সেখানে বেশি দুর্ঘটনা ঘটে।
২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে লোহিত সাগরে ফেরি ডুবে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।