ঢাকা : যানবাহনে আগুন ও ভাঙচুরে ঈন্ধনের অভিযোগে যাত্রাবাড়ী থানায় ঠুকে দেওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ারসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলায় আলাদা দু’টি অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মুরাদুজ্জামান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাংবাদিক শওকত মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি প্রধান খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানাকে অভিযোগপত্রে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান