ডেস্ক : ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য। এরকম একটি সত্য প্রেমের কাহিনী ঘটল পাকিস্তানের ফয়সালাবাদে। ছাত্র খ্রিষ্টান ধর্মের অনুসারী, আর শিক্ষিকা মুসলিম ধর্মের অনুসারী। কিন্তু তাদের প্রেম খুবই গভীর। দু’জন দুই ধর্মের অনুসারী হওয়ায় এ সম্পর্ক মেনে না নেয়ার কথা জানায় তাদের পরিবার। পরিবারের সিদ্ধান্ত মানতে নারাজ দুজনই।
কি করবেন এখন? অবশেষে দুজন দুজনের হাত ধরে বাড়ি ছাড়লেন।ছাত্র- শিক্ষিকার পালায়নের ঘটনায় দু, পক্ষের পরিবারের মধ্যে তুমুল বিরোধ সৃষ্টি হয়। শিক্ষিকার পরিবারের সদস্যরা পরে ওই ছাত্রের বাড়িতে হামলা চালায়। এ সময় ছাত্রের বাড়িতে কেউ ছিল না। তাই কোন অঘটন ঘটেনি সেদিন।এক সময় এ ঘটনা পুলিশের কাছে জানানো হয়।
পুলিশ দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত শিক্ষিকাকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।তবে ঘটনা এখানেই শেষ নয়। দেখার বিষয় পরবর্তীতে আদালত এই অদম্য প্রেমের বিষয়ে কি সিদ্ধান্ত দেয়। বিয়ে না ছাড়াছাড়ি সেটাই এখন দেখার বিষয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান