ডেস্ক: কয়েকদিন আগেই আত্তারি-ওয়াগাহ সীমান্তের যৌথ চৌকিতে ভারতের দেয়া মিষ্টি প্রত্যাখ্যান করে পাকিস্তান। এর কারণ, সীমান্তে দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি। তবে ভারতের সঙ্গে এ অম্ল-স¤পর্ক কিছুটা মধুর করতে পাকিস্তান এবার হাত দিয়েছে আম-কূটনীতিতে।
কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এক ঝুড়ি আম পাঠিয়েছেন পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ খবর দিয়েছে জি নিউজ। গত বছরও ভারতের প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট প্রণব মুখার্জির কাছে আম পাঠিয়ে স¤পর্কের ক্ষতে কিছুটা প্রলেপ দিতে চেয়েছিলেন নওয়াজ।
পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা থেকে ভারত নিজেদের প্রত্যাহার করে নেয়ার পরই ওই আম পাঠিয়েছিলেন তিনি। কিন্তু এবার পরিস্থিতি আরও উত্তপ্ত। প্রতিনিয়ত সীমান্তে পর¯পরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলছে ভারত-পাকিস্তান। গত সপ্তাহে পাকিস্তান দাবি করে, নিজেদের আকাশসীমায় তারা ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে ওই ড্রোন চীনের বলে দাবি করে ভারত।