অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি

চট্টগ্রাম টেস্ট বন্ধ করার হুমকি দিয়েছিলেন ম্যাচ রেফারি

ঢাকা: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে স্টেডিয়ামের দর্শকদের বিরুদ্ধে। ভেন্যু ম্যানেজার জানিয়েছেন, ম্যাচ রেফারি ক্রিস ব্রড খেলা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।

বুধবার মধ্যাহ্ন ভোজের বিরতির পর থেকে দিনের বাকি সময় একটু পরপরই গ্যালারি প্রকম্পিত হয়েছে মাইকের শব্দে। দর্শকদের বর্ণবাদী আচরণের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বারবার। স্টেডিয়ামের বড় পর্দাতেও বর্ণবাদ বিরোধী ঘোষণা দেখানো হচ্ছিল বারবার।

এমনিতে এ ধরণের ঘোষণা দেওয়া নিয়মিত ব্যাপার। কিন্তু এদিন বারবার ঘোষণা হওয়াতেই তা দৃষ্টি কাড়ে অনেকের।

পরে কারণ ব্যাখ্যা করলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী রুবেল।

“গ্যালারি থেকে কিছু দর্শক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উদ্দেশ্যে কটূবাক্য বলেছে। লাঞ্চের আগে আগে তামিম ইকবালকে ধাক্কা দিয়েছিলেন কুইন্টন ডি কক। এতেই হয়ত দর্শকেরা একটু ক্ষিপ্ত হয়েছিলেন। গ্যালারি থেকে চেঁচিয়েছেন অনেকে। সমস্যা হয়েছে, দু-একজন আবার ‘ব্ল্যাক, ব্ল্যাক’ বলেও চিৎকার করেছে। পরে লাঞ্চের বিরতিতে ওদের নেট প্র্যাকটিসের সময়ও কয়েক জন দর্শক একই কাজ করেছে।”

স্বাভাবিকভাবেই এটি সহজভাবে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা দল। অভিযোগ জানায় তারা ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে। বর্ণবাদী আচরণের ব্যাপারে বরাবরই কঠোর আইসিসি, এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয় না একটুও। ক্রিস ব্রডও তখন ব্যবস্থা নিতে বলেন বিসিবিকে, জানালেন ভেন্যু ম্যানেজার।

“ঘটনাটি এমন বড় কিছু নয়। আমরা ম্যাচ রেফারিকে সেটা বোঝাতে সক্ষম হই। উনি তখন বলেন, আরেকবার এ রকম হলে তিনি খেলা বন্ধ করে দিতে বাধ্য হবেন। তারপরই আমরা বারবার ঘোষণা দিয়েছি মাঠে, বড় পর্দায়ও দেখানো হয়েছে। আর কোনো সমস্যা হয়নি।”

ভেন্যু ম্যানেজার এটিকে বিচ্ছিন্ন একটি ঘটনা হিসেবে দাবি করছেন।

“চট্টগ্রামের দর্শকের আচরণ এমনিতে সবসময়ই ভালো। সুনামও আছে অনেক। মাঠে অনেক দর্শকের মধ্যে দু-একটা বাচ্চা ছেলে হয়ত এরকম করেছে। আমরা ব্যবস্থা নেওয়ার পর আর কিছু হয়নি। আমাদের বিশ্বাস আর কখনো এমন কিছু হবে না।”
– S

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

চট্টগ্রাম টেস্ট বন্ধ করার হুমকি দিয়েছিলেন ম্যাচ রেফারি

আপডেট টাইম : ০৬:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০১৫

ঢাকা: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে স্টেডিয়ামের দর্শকদের বিরুদ্ধে। ভেন্যু ম্যানেজার জানিয়েছেন, ম্যাচ রেফারি ক্রিস ব্রড খেলা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।

বুধবার মধ্যাহ্ন ভোজের বিরতির পর থেকে দিনের বাকি সময় একটু পরপরই গ্যালারি প্রকম্পিত হয়েছে মাইকের শব্দে। দর্শকদের বর্ণবাদী আচরণের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বারবার। স্টেডিয়ামের বড় পর্দাতেও বর্ণবাদ বিরোধী ঘোষণা দেখানো হচ্ছিল বারবার।

এমনিতে এ ধরণের ঘোষণা দেওয়া নিয়মিত ব্যাপার। কিন্তু এদিন বারবার ঘোষণা হওয়াতেই তা দৃষ্টি কাড়ে অনেকের।

পরে কারণ ব্যাখ্যা করলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী রুবেল।

“গ্যালারি থেকে কিছু দর্শক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উদ্দেশ্যে কটূবাক্য বলেছে। লাঞ্চের আগে আগে তামিম ইকবালকে ধাক্কা দিয়েছিলেন কুইন্টন ডি কক। এতেই হয়ত দর্শকেরা একটু ক্ষিপ্ত হয়েছিলেন। গ্যালারি থেকে চেঁচিয়েছেন অনেকে। সমস্যা হয়েছে, দু-একজন আবার ‘ব্ল্যাক, ব্ল্যাক’ বলেও চিৎকার করেছে। পরে লাঞ্চের বিরতিতে ওদের নেট প্র্যাকটিসের সময়ও কয়েক জন দর্শক একই কাজ করেছে।”

স্বাভাবিকভাবেই এটি সহজভাবে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা দল। অভিযোগ জানায় তারা ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে। বর্ণবাদী আচরণের ব্যাপারে বরাবরই কঠোর আইসিসি, এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয় না একটুও। ক্রিস ব্রডও তখন ব্যবস্থা নিতে বলেন বিসিবিকে, জানালেন ভেন্যু ম্যানেজার।

“ঘটনাটি এমন বড় কিছু নয়। আমরা ম্যাচ রেফারিকে সেটা বোঝাতে সক্ষম হই। উনি তখন বলেন, আরেকবার এ রকম হলে তিনি খেলা বন্ধ করে দিতে বাধ্য হবেন। তারপরই আমরা বারবার ঘোষণা দিয়েছি মাঠে, বড় পর্দায়ও দেখানো হয়েছে। আর কোনো সমস্যা হয়নি।”

ভেন্যু ম্যানেজার এটিকে বিচ্ছিন্ন একটি ঘটনা হিসেবে দাবি করছেন।

“চট্টগ্রামের দর্শকের আচরণ এমনিতে সবসময়ই ভালো। সুনামও আছে অনেক। মাঠে অনেক দর্শকের মধ্যে দু-একটা বাচ্চা ছেলে হয়ত এরকম করেছে। আমরা ব্যবস্থা নেওয়ার পর আর কিছু হয়নি। আমাদের বিশ্বাস আর কখনো এমন কিছু হবে না।”
– S