ঢাকা: হাইকোর্টে জামিন হলেও মুক্তি পাননি কারাবন্দী গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান।
পুলিশের ঠুকে দেওয়া আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারেই রাখা হয়েছে তাঁকে।
এম এ মান্নানের আইনজীবীদের একজন মাসুদ রানা জানান, মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় এম এ মান্নানের তিন মাসের জামিন মঞ্জুর করেন।
তাঁর বিরুদ্ধে মোট ৮টি মামলা থাকলেও ৬ টিতে আগেই জামিন পেয়েছিলেন।
তবে মঙ্গলবার দুই মামলায় জামিন পেয়ে মুক্তিতে বাধা না থাকলেও
বিস্ফোরক দ্রব্য আইনে আরও একটি মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কাশিমপুর কারাগারে মঙ্গলবার বিকেল ৫টায় নতুন মামলার কাস্টডি ওয়ারেন্ট পৌঁছেছে। গাজীপুর আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নতুন মামলায় মেয়রকে গ্রেপ্তার দেখানোর সংবাদ নিশ্চিত করেন।
তিনি বলেন, জয়দেবপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার (নং-৪০(১২)২০১৩) আসামি হিসেবে এম এ মান্নানকে গ্রেপ্তার দেখাতে কারাগারে কাস্টডি ওয়ারেন্ট চলে গেছে।
১১ ফেব্র“য়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে গাজীপুর পুলিশ। বর্তমানে কারা হেফাজতে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তার অবর্তমানে গত ৮ মার্চ থেকে আওয়ামীপন্থী প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান