বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে ১২টি মাইন উদ্ধার করেছে করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার আশারতলীর বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ৪৬ নম্বর পিলারের কাছ থেকে এসব মাইন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, বিজিবির একটি দল দুপুরে সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় মাটির নিচ থেকে ১২টি স্থল মাইন (আইডি) উদ্ধার করে। মাইনগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য বিওপিতে নিয়ে যাওয়া হয়েছে।
মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সীমান্ত এলাকায় এসব মাইন পুঁতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।