চট্টগ্রাম : যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দুর্গাপুর বাজারের কাছে একটি খোলা জায়গায় প্রশিক্ষণ হেলিকপ্টারটি অবতরণ করে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, হেলিকপ্টারটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ত্রুটি সারানোর জন্য বিমানবাহিনীর আরেকটি হেলিকপ্টার কিছু ক্রু নিয়ে ঘটনাস্থলে এসেছে।
সীতাকুণ্ড সার্কেলের এএসপি সালাউদ্দিন শিকদার জানান, হেলিকপ্টারে থাকা ক্রুরা সকলেই সুস্থ আছেন এবং হেলিকপ্টার অবতরণ এলাকা পুলিশ ঘিরে রেখেছে।
বিমান বাহিনীর উইং কমান্ডার ফরহাদ জানান, হেলিকপ্টারটিতে একজন ক্যাপ্টেন, কো-পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাইয়ের মহামায়া লেক এলাকায় হেলিকপ্টারটির ইঞ্জিন ফায়ার ওয়ার্র্নিং দেয়। দ্রুত সেখানেই একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করা হয়।
হেলিকপ্টার অবতরণের খবরে আশেপাশের গ্রাম থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।